সুপ্রীমকোর্ট বার সভাপতি এম আমিন উদ্দিন পারিবারিক সফরে কুলাউড়ায়
প্রকাশিত হয়েছে : ১:০৭:২৫,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৮৬৬ বার পঠিত
জাকির হোসেন, সিলেট : বাংলাদেশ সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশন এর সভাপতি, সাবেক ডেপুটি এটর্ণি জেনারেল সিনিয়র এডভোকেট এম আমিন উদ্দিন এক সংক্ষিপ্ত পারিবারিক সফরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল গ্রামে আসেন গতকাল। ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে তিনি জন্মভুমি বাদে ভুকশিমইল গ্রামে পরিবার পরিজন নিয়ে বেড়াতে এলে সেখানে এক আবেগঘন আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়। তার সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন তিনির স্ত্রী, তিনির দুই ছেলে, ছোট ভাই সালাউদ্দিন কামাল ও তার স্ত্রী সন্তানেরা।
তিনি ভুকশিমইল নবাবগঞ্জ বাজার জামে মসজিদে আপনজনদের সাথে পবিত্র জুমার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে নবাবগঞ্জ বাজারস্থ তিনির চাচাতো ভাই আকুল মেম্বারের বাড়ীতে আত্মীয় পরিজনদেন সাথে দুপরের আপ্যায়ন করেন। আপ্যায়ন শেষে তিনি দাদা-দাদী সহ আত্মীয়দের কবর জিয়ারত করেন। এরপর ভূকশিমইল ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে আগত আত্মীয় স্বজন সহ সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সবার খোঁজ খবর নেন। বিকেলে বাদ আছর তিনি সকলের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে বাদে ভুকশিমইল ত্যাগ করেন।
এ সময় এম আমিন উদ্দিন এর সাথে উপস্থিত ছিলেন ঊষারবাণী ডটকম সম্পাদক ও ভাষাণী ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সেক্রেটারী ও হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোতাহের হোসেন, কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি ও হাওর জাচাও কৃষক বাচাও সংগ্রাম পরিষদ সেক্রেটারী তিনির চাচাতো বড় ভাই আফতাব উদ্দিন আহমদ, আজমল আলী,আকুল মিয়া, জাকির হোসন, জহিরুল ইসলাম, আব্দুল বাকি মানিক, দুদু মিয়া, এনামুল হুদা, আব্দুল হেকিম, ইসলাম উদ্দিন সহ সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।