সন্তানের জীবনে বাবা-মায়ের সম্পর্কের প্রভাব
প্রকাশিত হয়েছে : ১২:০৯:৪৪,অপরাহ্ন ১৭ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫২০ বার পঠিত
পারুল বেগম : অন্ধের যষ্টি বাগধারাটি এসেছে মূলত: পিতা-মাতার অসহায় মুহুর্তে সন্তানের উপর নির্ভরশীলতা থেকে। তাইতো প্রতিটি মা-বাবাই চান তার সন্তানটি যেন মানুষের মতো মানুষ হয়ে সমাজে প্রতিষ্টা পাক। মা-বাবার অবলম্বন হোক। সেই আদরের সন্তানটির ভবিষ্যত সুন্দর ভাবে গড়ে উঠার পিছনে মা-বাবার পারিবারিক সম্পর্ক অনেক খানি প্রভাব বিস্তার করে।
মা-বার দাম্পত্য সম্পর্কে ছোট বড় মনোমালিন্য ঝগড়া বিবাদ হওয়া নিতান্তই স্বাভাবিক। কিন্তু সেটা যদি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত হয়, পারিবারক জীবনে চিৎকার চেচামেচি,ফ্যাসাদ যদি নিত্য দিনের সাথী হয়, তাহলে তা আমাদের ভবিষ্যতের যষ্টিদের জীবনে অনেক বড় নেতিবাচক প্রভাব পড়ে। সন্তানের শারিরিক,ও মানসিক বিকাশে এমনকি আবেগে প্রভাব ফেলে এবং সন্তানের স্বাভাবিক বিকাশের অন্তরায় হয়ে পড়ে। এমনকি এটা আমাদের সন্তানদের নিরাপত্তাহীন প্রবন করে তুলে।
মা-বাবার বিবাদপূর্ণ সম্পর্কের কারণে আমাদের সন্তানের ভবিষ্যত নষ্ট হচ্ছে কি? শুধু বড় সন্তানদের নয়, অযাচিত চেচামেচি আমাদের ঘুমন্ত শিশু সন্তানদের আরও বেশী ক্ষতিগ্রস্ত করে।
অতি সম্প্রতি যুক্তরাজ্যস্থ টহরাবৎংরঃু ড়ভ ঝঁংবী ধহফ ঊধৎষু রহঃবৎাবহঃরড়হ ভড়ঁহফধঃরড়হ এর গবেষনা মতে, “মা-বাবার প্রকাশ্য ঝগড়া বিবাদ সন্তানদের দীর্ঘমেয়াদি মানসিক ও শারিরীক বৈকল্য সহ জীবনকে ঝুকির্পর্ণ করে তুলে।”
## মাবার ঝগড়ায় পরস্পরকে দোষারোপ সন্তান মারাত্বক ভাবে বিরক্তবোধ করে। সন্তান নিজেকে চরম উপেক্ষিত মনে করে। ফলে সন্তান মানসিকভাবে নিরাপত্তাহীনতা বোধ করে।
## মা-বাবা দুজনই সন্তানের শ্রেষ্ট আশ্রয়স্থল। জগড়াটে মা-বাবার সন্তানের মনে এরূপ পরিস্থিতি সৃষ্টি করে যে, সন্তান কার আশ্রয়ে যাবে মার, না বাবার? তীব্র মানসিক চাপে সন্তান বুঝেতে পারেনা এখানে দোষি কে? মা, নাকি বাবা?
## মা-বাবার সম্পর্কে উত্থান-পতন থাকা স্বাভাবিক। তবে নিজকে নিয়ন্ত্রনে রাখার কৌশল আয়ত্ব করলে, সন্তানের সামনে মা-বাবার সুন্দর আচরণ পরিলক্ষিত হলে সন্তানের জন্য অধিক মঙ্গলজনক। কারণ সন্তানের জীবনের প্রথম পাঠ তার পরিবার থেকেই শুরু হয়।
## পারিবারিক টানা পোড়নের কারণে মা-বাবা কোন আত্মীয়, কোন পরামর্শক বা কাউন্সিলরের কাছে গেলেও সন্তানদের সাথে নেওয়া মোটেও উচিত নয়। কারণ এতেও সন্তানের উপর বাজে প্রভাব পড়তে পারে।
তাই আমাদের আদরের সন্তানদের সুন্দর ভবিষ্যত বিনির্মানে বাবা ও মায়ের সুন্দর দাম্পত্য সম্পর্কের প্রভাব অনেক বেশী। তাই সকলকে এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।
লেখক : পারুল বেগম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিনিধি, ঊষারবাণী ডট কম