মৌলভীবাজার বারের সদস্য হলেন সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি এম আমিন উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১১:৩৩:৪৫,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৯৭৯ বার পঠিত


বিকাল ২টায় মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির ১নং ভবনের অস্থায়ী কার্যালয়ে সংবর্ধনা সভা অনুষ্টিত হয়। উক্ত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন এড:এ,এস,এম আজাদুর রহমান পিপি। এসময় উপস্থিত ছিলেন এড:রমা কান্ত দাশ, এড:রাধাপদ দেব সজল,এড:সিরাজুল ইসলাম সিরাজী, এড:নিকিল কান্তি দাশ, এড:গৌছউদ্দিন নিক্সন, এড: তপন পাল তপু ,এডভোকেট জুনেদ আলী, অধ্যাপক মোহাম্মদ মোতাহের হোসেনম, আফতাব উদ্দিন আহমদ সহ মৌরভীবাজার বারের আইনজীবি বৃন্দ।