কুলাউড়ায় এম.এ.গণি কলেজের সভাপতিসহ ৮জনের বিরুদ্ধে রুহিদাসদের মামলা
প্রকাশিত হয়েছে : ১০:৩৪:০১,অপরাহ্ন ২২ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫৮৬ বার পঠিত
কলেজের গভর্ণিংবডির সভাপতি পাকিখান ছাড়া বাকী সকল আসামীর আদালতে হাজিরা প্রদান
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়ায় এম.এ.গণি কলেজ এর নাম ভাঙ্গিয়ে অসহায় রুহিদাস সম্পত্তি দখলের জন্য একটি ভূমিখেকো চক্র আবারো অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এজন্য ভুক্তভোগী পরিবারের পক্ষে তাদের জানমালের নিরাপত্তা চেয়ে নির্বাহি ম্যাজিষ্ট্র্যাট আদালত মৌলভীবাজারে মামলা দায়ের করেছেন বাসন্তি রোহিদাস। মামলা নং-১৬৭/২০১৯। আদালতের নির্দেশে মামলার অন্যতম আসামী এম.এ.গণি কলেজের গভর্ণিংবডির সভাপতি গোলাম সরওয়ার খান পাকি ছাড়া বাকি সকলেই আজ কোর্টে হাজিরা দিয়েছেন।
মামলার আসামীগন হচ্ছেন, এম.এ.গণি কলেজের সভাপতি গোলাম সরওয়ার খান পাকি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কলেজ প্রতিষ্টাতার জামাতা শাহআলম সরকার, কলেজ প্রতিষ্টাতার ভাতিজা প্রভাষক এ.এন.এম.আলম, শাহআলম সরকারের স্ত্রী ও এ.এন.এম.আলমের বোন আরজুমান্দ বানু লিপি, কলেজের প্রদর্শক তারেকুল ইসলাম ও কলেজ প্রতিষ্টাতার ছেলে মুছা খাজা।
মামলার বিবরণ ও বাদী সূত্রে জানা যায়, ব্রাহ্মনবাজার ইউনিয়নের চকেরগ্রাম এলাকার অত্যন্ত দরিদ্র ও অসহায় একমাত্র ক্ষুদ্র নৃগোষ্টি রোহিদাস মুচি সম্প্রদায়ের মৌরসী ভিটেমাটি দখলের জন্য এম.এ.গণি কলেজের গভর্ণিং বডির সভাপতি গোলাম সরওয়ার খান পাকি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ,শাহআলম সরকার, প্রভাষক এ.এন.এম.আলম এর নেতৃত্বে একটি কুচক্রি মহল দীর্ঘদিন যাবত অপচেষ্টা অব্যাহত চালিয়ে যাচ্ছে। উক্ত ভূমি বাদিনী বাসন্তি রোহিদাসের স্বামী মৃত লাদুরাম রোহিদাস তার পিতা মৃত শিবচান্দ রোহিদাস হইতে প্রাপ্ত হইয়া বাদিনীর এক ছেলে ও এক মেয়েকে উত্তরাধিকার রাখিয়া ১০ বছর পূর্বে পরলোক গত হইলে বর্ণিত ভূমিতে রকম ও কিছিম অনুসারে তার সন্তান সন্ততিদের নিয়ে নির্বিবাদে,অবিচ্ছেদ অপরের স্বত্ব দখলের অস্বীকারে এলাকার সকলের জ্ঞাতসারে ভোগ দখলে আছেন।
বাদিনীকে নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিধ্বা মহিলা দেখিয়া ইতোপূর্বে বিবাদীগণ উল্লেখিত ভূমি জবর দখলের উদ্দেশ্যে তার পরিবারের উপর অত্যাচার নির্যাতন করলে বিবাদীদের বিরুদ্ধে পিটিশন মামলা নং ২৪৪/১৭ইং অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালত মৌলভীবাজার, সহকারী জজআদালত মৌলভীবাজারে স্বত্ব মামলা ১৭৮/১৭ ইং, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল মৌলভীবাজারে মামালা নং ২১৩/১৮ ইং ও ৬১৫/১৭ইং দায়ের করেন।
এতে আসামীগণ আক্রোশান্বিত হইয়া গত ০৭/০৯/২০১৯ ইং তারিখে বাদীনির বাড়ীতে আসিয়া মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে অন্যতায় প্রাণে হত্যার হুমকি প্রদান করে।
পরবর্তীতে গত ০৯/০৯/২০১৯ ইং তারিখে মামলার বাদী বাসন্তি রোহিদাস কাজের উদ্দেশ্যে বাড়ী হতে বাহির হলে আসামী পাকিখান ও শাহআলম সরকারের নেতৃত্বে সমুহ আসামীগণ দেশীয় লাঠিও কাঠের বর্গা নিয়া বাদিনীর পথরোধ করে তার দায়েরি সকল মামলা তুলে নেয়ার জন্য হুমকি প্রদান করে। আসামীদের কথায় রাজি না হলে বাদিনীকে প্রাণে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করলে উপস্থিত এলাকার লোকদের সাহায্যে কোনরকম সে প্রাণে রক্ষা পায়।
মঙ্গলবার ২২ অক্টোবর মামলার অন্যতম আসামী কলেজ গভর্ণিংবডির সভাপতি গোলাম সরওয়ার পাকিখান ছাড়া বাকী সকল আসামীগণ আদালতে হাজিরা প্রদান করে তাদের প্রতি আদালতের জারিকৃত শোকজের জবাব প্রদান করেছেন।
এ ব্যাপারে মামলার বাদী বাসন্তি রোহিদাস বলেন, এম.এ.গণি কলেজের নাম ভাঙ্গিয়ে আমাদের মৌরসী ভিটে মাটি দখলের জন্য গত চার বছর যাবত পাকিখানের নির্দেশে আমার পরিবারের উপর অত্যাচার জুলুম চালানো হচ্ছে। বিশেষ করে অর্থের বিনিময়ে পুলিশসহ প্রশাসনের লোকদের ম্যানেজ করে আমাদের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে বিবাদীরা । দুঃখ হয় বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থাকাবস্থায় দেশের শীর্ষরাজাকারের উত্তরসূরীদের প্রশাসনের অনেকেই অন্যায় সহযোগিতা দিয়ে ক্ষুদ্র নৃগোষ্টি মুচি পরিবাকে নিস্ব করতে চাইছেন।
এম,এ.গণি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহআলম সরকারকে মোটো ফোনে বার বার কল দিলেও তিনি মোবাইল রিসিভ করেননি।