ঢাকার ৫০টি থানায় আনসার বাহিনী মোতায়েন, সেবা সাময়িক বন্ধ
ঢাকার ৫০টি থানার নিরাপত্তার দায়িত্বে বর্তমানে মোতায়েন করা হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তবে থানাগুলো থেকে আপাতত কোনো সেবা মিলছে না।
প্রতিটি থানায় তালা দিয়ে ৮-১০ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। চলমান অস্থিরতার মধ্যে, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে পুলিশ সদস্যরা থানাগুলো থেকে চলে গেছেন। এই পরিস্থিতিতে থানাগুলোর নিরাপত্তায় আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এছাড়া, আনসার সদস্যরা ছাত্রদের পাশাপাশি শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করছেন। দেশের এই পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে পারায় আনসার বাহিনীর সদস্যরা আনন্দিত।