শিরোনাম

তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় ছয় দফা দাবিতে ‘কারিগরি ছাত্র আন্দোলনের’ ব্যানারে শিক্ষার্থীদের একটি দল সড়ক অবরোধ করেছে। সোমবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা এ অবরোধ শুরু করেন বলে জানিয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান।

জানা গেছে, শিক্ষার্থীরা টেকনিক্যাল পদে নন-টেকনিক্যাল নিয়োগ বাতিলসহ ছয়টি দাবি তুলে ধরেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এ ঘটনার কারণে তেজগাঁও শিল্পাঞ্চলসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ফলে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে অন্যতম হলো কারিগরি শিক্ষা বোর্ডে সংস্কার আনা এবং কারিগরি সেক্টরের ব্যবস্থাপনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনো জনবল রাখতে না দেওয়া। এছাড়া, কারিগরি শিক্ষা অধিদফতরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে শিক্ষকদের সংকট সমাধানের জন্য শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250