শিরোনাম

পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কিছু কর্মকর্তা ও কর্মচারী হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ সময় তারা পেট্রোবাংলার কর্মকর্তা-কর্মচারীদের ওপরও হামলার চেষ্টা করে।

তিতাস গ্যাসে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রতিবাদে এই বিক্ষোভ হয়েছে বলে বিক্ষুব্ধ কর্মীরা জানান। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার কার্যালয়ে এই ঘটনা ঘটে।

জানা গেছে, তিতাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে শাহনেওয়াজ পারভেজকে নিয়োগ দেওয়া হয়েছে, তবে তিতাসের কিছু কর্মকর্তা-কর্মচারী তাকে মেনে নিতে পারছেন না। তাদের প্রতিবাদের অংশ হিসেবেই তারা পেট্রোবাংলায় গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনার ফলে নতুন এমডি আজ যোগদান করতে পারেননি।

গতকাল সোমবার পেট্রোবাংলার এক আদেশে শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসের নতুন এমডির দায়িত্ব দেওয়া হয়।

পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, তিতাস গ্যাসকে দুর্নীতিমুক্ত করতে আগের এমডিকে সরিয়ে নতুন এমডি নিয়োগ দেওয়া হয়েছে। তবে কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারী এ পরিবর্তন মেনে নিতে না পেরে এই হামলা চালিয়েছে।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250