শিরোনাম

গাজায় দুইদিনের যুদ্ধবিরতির প্রস্তাব মিসরের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গাজায় দুই দিনের অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে কয়েকজন ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দির বিনিময়ের প্রস্তাব দিয়েছেন। রোববার (২৭ অক্টোবর) কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবোউনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেন তিনি, জানিয়েছে আলজাজিরা।

সিসি আরও বলেন, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির জন্য অস্থায়ী যুদ্ধবিরতির ১০ দিনের মধ্যে পুনরায় আলোচনা শুরু করা উচিত।

এদিকে, ইসরায়েল ও মিসরের প্রতিনিধিরা কাতারে যুদ্ধবিরতি পুনরায় শুরু নিয়ে আলোচনার সময় সিসি এই মন্তব্য করেন। ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে হামলা চালিয়ে ১,২০০ ইসরায়েলি নাগরিককে হত্যা করে এবং প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে যায়। এর পর থেকে ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে বোমা ও স্থল আক্রমণ চালিয়ে যাচ্ছে, এতে প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত নভেম্বর মাসে কাতার ও মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে সাত দিনের একটি যুদ্ধবিরতি হয়েছিল। এতে হামাস শতাধিক ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়, তবে এখনও তাদের হাতে বেশ কয়েকজন ইসরায়েলি বন্দি রয়েছে।

  • usharbani
  • ইসরায়েল
  • গাজা
  • ফিলিস্তিনি
  • মিসর
  •