শিরোনাম

নতুন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হলেন, যিনি সাবেক পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে মো. জসীম উদ্দিনের নাম সংযুক্ত করা হয়েছে, যদিও এ সংক্রান্ত কোনো অফিসিয়াল আদেশ প্রকাশ করা হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, মো. জসীম উদ্দিনের অফিস আদেশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং তিনি সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

জসীম উদ্দিন বিসিএস ১৩তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা এবং তার দীর্ঘ কর্মজীবনে টোকিও, দিল্লি, ওয়াশিংটন ও ইসলামাবাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে তিনি প্রথমে গ্রিস এবং পরবর্তীতে কাতারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার সিদ্ধান্তের প্রেক্ষিতে মাসুদ বিন মোমেনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এরপর মো. জসীম উদ্দিনকে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে ঢাকায় বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।

জসীম উদ্দিনের চাকরির মেয়াদ ২০২৬ সালের ১২ ডিসেম্বর শেষ হবে বলে জানা গেছে। তার নেতৃত্বে এথেন্সে বাংলাদেশ দূতাবাস ২০১৮ সালে কনস্যুলার সেবায় ইতিবাচক পরিবর্তনের জন্য জনপ্রশাসন পুরস্কার পেয়েছিল।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250