শিরোনাম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মঈন আলীর অবসরের ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

ডেইলি মেইলে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন আলী বলেন, “ইংলিশ ক্রিকেটে আমার অধ্যায় শেষ হয়েছে, এখন নতুন প্রজন্মের সময় এসেছে।” তিনি আরও উল্লেখ করেন, “আমার বয়স ৩৭ বছর। অস্ট্রেলিয়া সিরিজে আমি সুযোগ পাইনি। ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। এখন পরবর্তী প্রজন্মের সময় এসেছে।”

মঈন আলী আগে থেকেই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন এবং ইংল্যান্ডের হয়ে ২৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি তিনটি বিশ্বকাপে দলের সহ-অধিনায়ক ছিলেন।

সম্প্রতি, বিশেষ করে ব্যাটিংয়ে তার ফর্ম ভালো যাচ্ছিল না। ওয়ানডে ক্রিকেটে তার সর্বশেষ ফিফটি এসেছে ২০২৩ সালের জানুয়ারিতে, এরপর ১৩ ইনিংসে তার সর্বোচ্চ রান ৪২। টি-টোয়েন্টি ক্রিকেটে তার সর্বশেষ পাঁচ ম্যাচে সর্বোচ্চ রান ছিল ২৫। এ কারণে অস্ট্রেলিয়া সিরিজে তাকে সুযোগ দেওয়া হয়নি এবং দলে স্থান পেয়েছেন নতুন মুখ জর্ডান কক্স, ড্যান মৌসলি, জশ হাল, জন টার্নার ও জ্যাকব বেথেল।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250