শিরোনাম

রাত বাড়তেই ঢাকায় বাড়ছে সংঘাত, নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

রাত বাড়ার সাথে সাথে রাজধানী ঢাকার পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে উঠছে। বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘাতে জড়াচ্ছে নানা গ্রুপ, যার ফলে ঘটছে হতাহতের ঘটনা। এ ধরনের সহিংসতায় রাতের ঢাকায় আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার রাতেও নগরীর বিভিন্ন স্থানে সংঘটিত সংঘর্ষে একজনের মৃত্যু এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। রাত ১০টার দিকে মুগদা এলাকায় তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির জেরে বখাটেদের হামলায় গুরুতর আহত হন মো. শাকিল নামে এক যুবক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মধ্যরাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সুজন ও সামস নামে আরও দুইজন আহত হন।

একই সময় বনশ্রী এলাকায় কাঁচাবাজারের নিয়ন্ত্রণ নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা, এতে ৪-৫ জন গুরুতর আহত হন। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, হামলার আগে তারা বিষয়টি পুলিশকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এছাড়াও মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় রিফাত হাওলাদার নামে এক তরুণকে ঘর থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। রিফাতের পরিবার অভিযোগ করেছে, তারা পুলিশের সহায়তা চাইলেও তা পায়নি।

এর আগে, যাত্রাবাড়ীর জনপদ মোড়ে ডিউটিতে থাকা পুলিশ কনস্টেবল আশরাফ আলীকেও দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে, যাকে পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টা থেকে দেড়টা পর্যন্ত ৫৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের অধিকাংশই সহিংস সংঘর্ষের শিকার। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের ঘটনা বাড়ায় ঢাকাবাসীর মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250