শিরোনাম

সাকিবভক্তদের সঙ্গে বিরোধীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে এনে সম্মানের সাথে অবসর নেওয়ার দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন তার ভক্তরা। রোববার (২০ অক্টোবর) লং মার্চ নিয়ে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে হাজির হন সাকিবভক্তরা, যাদের পরিচিতি সাকিবিয়ান। এ সময় সাকিব বিরোধীদের পক্ষ থেকে তাদের ধাওয়া দেওয়া হয়।

বিসিবিতে প্রবেশের পর প্রথমে সাকিবভক্তদের বাধা দেন সেনাবাহিনীর সদস্যরা। রাস্তা বন্ধ করে সাকিবভক্তরা স্লোগান দিতে থাকেন, “মিরপুর না কানপুর? মিরপুর, মিরপুর।” তারা দাবি করেন, যদি সাকিবকে বিদায়ী টেস্ট খেলতে না দেওয়া হয়, তাহলে বিসিবি সভাপতির পদত্যাগ দাবি করবেন।

এ সময় সাকিব বিরোধীদের ধাওয়ায় সাকিবভক্তরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে পরে তারা আবারও জড়ো হয়ে নিজেদের দাবি সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন। আন্দোলনকারীদের মুখপাত্র বলেন, “যেহেতু তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদকে যথাযথ সম্মান দিতে ব্যর্থ হয়েছেন এবং সাকিব যখন তার অবস্থান ব্যাখ্যা করেছেন, তারপরও তাকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেননি, তাই তাদের ব্যর্থতার জন্য আমরা কোনো ব্যর্থ বোর্ড সভাপতি চাই না।”

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ভেতরে দক্ষিণ আফ্রিকা দল অনুশীলন করছিল, এ সময় সাকিবভক্ত ও সাকিব বিরোধীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। প্রথমে স্কোয়াডে তার জায়গা ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে দেশে না ফেরার পরামর্শ দেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • সাকিব আল হাসান
  •