শিরোনাম

এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণায় নতুন সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে

চলতি বছর এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হলেও আন্দোলনের কারণে বেশ কিছু পরীক্ষা বাতিল করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ইতোমধ্যে নেওয়া পরীক্ষাগুলোর উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে ফলাফল তৈরি করা হবে।

অন্যদিকে, বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফলাফল পরীক্ষার্থীদের এসএসসি বা সমমানের ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে। বোর্ড কর্তৃপক্ষ আশা করছে, অক্টোবরের মাঝামাঝি সময়ে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

আজ (২৫ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যেখানে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাথমিক রুটিন অনুযায়ী ৮ দিনের পরীক্ষা শেষ হলেও কোটা সংস্কার আন্দোলনের কারণে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে তিনবার পরীক্ষা স্থগিত করা হয়।

সিলেট বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডের পরীক্ষার্থীরা ছয়টি আবশ্যিক এবং কোনো কোনো ক্ষেত্রে বিভাগভিত্তিক একটি পরীক্ষা দিয়েছেন। এতে কারও ছয়টি, আবার কারও সাতটি পরীক্ষা বাতিল হয়েছে, এবং সবগুলোই ছিল বিভাগভিত্তিক পরীক্ষা।

  • usharbani
  • ঊষারবাণী
  • এইচএসসি
  •   local-nogod-300-x-250