শিরোনাম

মির্জা ফখরুলের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। দুই পক্ষ আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে।

উল্লেখ্য, ২৭ আগস্ট রুশ রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথেও সাক্ষাৎ করেছিলেন।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250