শিরোনাম

সালমানকে কোনোদিনই ভোলা সম্ভব নয়: মৌসুমী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

সালমান শাহ: ২৮ বছর পরও স্মৃতিতে অমলিন, মৌসুমীর আবেগঘন স্মৃতিচারণ

সালমান শাহের মৃত্যুর ২৮ বছর পেরিয়ে গেলেও আজও টিভি পর্দায় তার অভিনীত সিনেমা প্রচার হলে দর্শকরা আগ্রহ নিয়ে দেখেন। সহশিল্পী ও ভক্তদের মধ্যে আজও বেঁচে আছেন এই কিংবদন্তি নায়ক। তার অকাল প্রয়াণে আফসোস প্রকাশ করে মানুষ বলে, “ইশ, আরও কয়েক বছর বাঁচলে কত ভালো হতো!” তার প্রয়াণ দিবস ৬ সেপ্টেম্বরেও ব্যতিক্রম হয়নি। স্মৃতিচারণ করেছেন তার সহশিল্পী ও প্রিয় বন্ধু, চিত্রনায়িকা মৌসুমী।

মৌসুমী বলেন, “সালমান আমার এমন বন্ধু ছিল, যাকে কোনোদিনও ভোলা সম্ভব নয়। সে আমার প্রথম সিনেমার নায়ক। আজও তাকে খুব মিস করি। যদি সে বেঁচে থাকত, আমাদের ইন্ডাস্ট্রি আরও সুন্দর হতো।”

সালমান শাহ Usharbani11

তিনি আরও বলেন, “সালমানের মৃত্যুর সংবাদ কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি, সানী এবং গুলজার ভাই একসঙ্গে তাকে শেষ দেখা দেখতে গিয়েছিলাম। এমন একজন নায়ককে হারিয়ে পুরো ইন্ডাস্ট্রি সেদিন থমকে গিয়েছিল। আমরা সবাই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।”

অভিনেত্রী আরও যোগ করেন, “আজও তার ভক্তরা তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে। এটা তার অনেক বড় প্রাপ্তি।”

স্বল্প সময়ে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘এই ঘর এই সংসার’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’ ও ‘আনন্দ অশ্রু’।

  • usharbani
  • ঊষারবাণী
  • মৌসুমী
  • সালমান শাহ
  •   local-nogod-300-x-250