শিরোনাম

ভয়ানক ভুল করেছে ভারত: জাস্টিন ট্রুডো 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যা মামলাকে কেন্দ্র করে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক আরও খারাপ হচ্ছে। এমন পরিস্থিতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আবারও ভারতের সমালোচনা করেছেন। খবর আল জাজিরা।

বুধবার (১৬ অক্টোবর) ট্রুডো বলেন, শিখ ভিন্নমতাবলম্বীদের টার্গেট করে ভারত কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে স্পষ্ট প্রমাণ রয়েছে। তিনি ভারতের এমন পদক্ষেপকে “ভয়ানক ভুল” হিসেবে বর্ণনা করেছেন।

ট্রুডো আরও বলেন, নিজ্জর হত্যাকাণ্ড ভারতের একটি বৃহত্তর অভিযানের অংশ ছিল, যেখানে ভারতীয় সরকারের প্রতিনিধিরা কানাডার ভেতরে ভিন্নমতাবলম্বীদের সুপরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করেছে।

স্থানীয় পুলিশের তদন্তের বরাত দিয়ে ট্রুডো জানান, কানাডায় সহিংসতা ভারতের দ্বারা পরিচালিত হয়েছে এবং অনেক ক্ষেত্রেই ভারত সরাসরি জড়িত ছিল।

অন্যদিকে, ভারত কানাডার এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। এর আগে, সোমবার ভারত জানায় যে, কানাডা থেকে তাদের কূটনীতিকদের ফিরিয়ে নেওয়া হচ্ছে, যার মধ্যে ভারতীয় হাইকমিশনার সঞ্জয় ভার্মাও রয়েছেন। একই সঙ্গে ভারত কানাডার ছয়জন কূটনীতিককে বহিষ্কার করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কানাডায় ভারতীয় হাই কমিশন এবং অন্যান্য কূটনীতিকদের ভিত্তিহীনভাবে টার্গেট করা মেনে নেওয়া সম্ভব নয়। কানাডা এ ধরনের অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

  • usharbani
  • ঊষারবাণী
  • কানাডা
  • ভারত
  •