শিরোনাম

বার্নসলেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ইএফএল কাপের তৃতীয় রাউন্ডে ওল্ড ট্রাফোর্ডে বার্নসলেকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ের মাধ্যমে টেন হাগের শিষ্যরা পরবর্তী রাউন্ডে নিশ্চিত হয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করতে না পারার কারণে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ম্যানচেস্টার ইউনাইটেড ঘরোয়া টুর্নামেন্টে মাঠে নামে। ম্যাচের ১৬ মিনিটে রাশফোর্ডের একটি গোলের মাধ্যমে ইউনাইটেড এগিয়ে যায়। এরপর ৩৫ মিনিটে অ্যান্টোনি এবং প্রথমার্ধের যোগ করা সময়ে গারনাচো একটি করে গোল করেন।

দ্বিতীয়ার্ধে বার্নসলের বিরুদ্ধে আরও চার গোল করে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই চতুর্থ মিনিটে গারনাচো দ্বিতীয় গোলটি করেন। ৫৮ মিনিটে গারনাচোর পাস থেকে রাশফোর্ড একটি দারুণ গোল করেন। ম্যাচের শেষ দুই গোলটি করেন ক্রিস্টিয়ান এরিকসেন।

ডাচ কোচ টেন হাগের অধীনে এটি ছিল ইউনাইটেডের সবচেয়ে বড় জয়। এর আগে ইউনাইটেড ৪-১ গোলের বড় জয় পেয়েছিল রিয়াল বেতিস ও চেলসির বিরুদ্ধে। গতকালের ৭-০ গোলের জয় ২০২১ সালের পর ইউনাইটেডের সবচেয়ে বড় জয়, যখন ওলে গুনার সুলশারের অধীনে ইউনাইটেড ৯-০ গোলের ব্যবধানে সাউদাম্পটনকে হারিয়েছিল।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250