শিরোনাম

ত্রাণের টাকা কেন ব্যাংকে রেখেছেন সমন্বয়করা?

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ত্রাণের টাকা কেন ব্যাংকে রেখেছেন সমন্বয়করা?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১টি জেলার মানুষের সহায়তার জন্য গত ২২ আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছিল। দুই সপ্তাহের মধ্যে প্রায় ১১ কোটি ১০ লাখ টাকা সংগ্রহ করা হয়, যার মধ্যে প্রায় এক কোটি ৭৫ লাখ টাকা বন্যার্তদের সহায়তায় ব্যয় হয়েছে। অবশিষ্ট প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকা বিভিন্ন ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এই কর্মসূচিতে নগদ অর্থ ছাড়াও শুকনো খাবার, পানি, জামাকাপড়, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা হয়েছিল। এমনকি অনেক শিশুও তাদের সঞ্চিত টাকা নিয়ে বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে। তবে চলতি মাসের শুরুতে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ৪ সেপ্টেম্বরের পর নতুন করে গণত্রাণ সংগ্রহ করা হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, ত্রাণ তহবিলের অবশিষ্ট অর্থ জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক এবং মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত আছে। এই পোস্ট প্রকাশিত হওয়ার পর ত্রাণ তহবিলের আয় ও ব্যয়ের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। বিশেষ করে, বন্যার্তদের সহায়তার জন্য সংগ্রহ করা অর্থ কেন ব্যাংকে রাখা হয়েছে, তা নিয়ে জনমনে বিতর্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ জানান, বাকি অর্থ ব্যাংকে রাখা হলেও এটি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তহবিলের অর্থ ত্রাণ কার্যক্রম শেষ করে বন্যার্তদের পুনর্বাসনের কাজে ব্যয় করা হবে। এছাড়া, তহবিলের অর্থ তোলার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকসহ তিনজনের সম্মিলিত স্বাক্ষরের প্রয়োজন হবে। অর্থ আত্মসাতের কোনো সুযোগ নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

হাসনাত আরও জানান, তাদের অভিজ্ঞতা অনুযায়ী বন্যার পরবর্তী ধাপেই ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয়। তাই বাকি অর্থ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করা হবে। এর মধ্যে বাড়িঘর নির্মাণসহ অন্যান্য সহায়তার পরিকল্পনা রয়েছে, যা অডিট শেষ হওয়ার পরই কার্যকর হবে।

তহবিলের অর্থ কোথায় ব্যয় করা হচ্ছে, তা নিয়ে একটি সিএ ফার্মের মাধ্যমে পেশাদার অডিট করা হচ্ছে বলে হাসনাত জানান। এছাড়া, ত্রাণ তহবিলের কোনো টাকা অন্য কোনো কাজে ব্যয় হচ্ছে না বলেও তিনি স্পষ্ট করেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • ত্রাণ
  •   local-nogod-300-x-250