শিরোনাম

৪১ মাস পর মুমিনুলের সেঞ্চুরি 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

কানপুর টেস্টের প্রথম দিনে ৩৫ ওভার খেলা হলেও বৃষ্টির কারণে পরবর্তী দুই দিনের খেলা পরিত্যক্ত হয়। অবশেষে তৃতীয় দিনে খেলা শুরু হলে, বাংলাদেশ শুরুতেই তিনটি উইকেট হারায়। তবে একপ্রান্ত ধরে রেখে সেঞ্চুরি করেন মুমিনুল হক।

মুমিনুল সবশেষ ২০২১ সালের ২১ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে ১২৭ রান করে সেঞ্চুরি করেছিলেন। প্রায় ৪১ মাস পর ভারতের বিপক্ষে ১৭২ বলে নিজের ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নেন তিনি।

তৃতীয় দিনে মুমিনুল হক ৮১ বলে ৪০ রান ও মুশফিকুর রহিম ১৩ বলে ৬ রান নিয়ে ব্যাটিং শুরু করেন। তবে দিনের শুরুতেই মুশফিক সাজঘরে ফিরে যান, ৩২ বলে মাত্র ১১ রান করে আউট হন তিনি।

এরপর ক্রিজে আসেন লিটন দাস। মুমিনুলের সঙ্গে লিটন কিছুক্ষণ ব্যাট করলেও সুবিধা করতে পারেননি। ৩০ বলে ১৩ রান করে দলীয় ১৪৮ রানে আউট হন লিটন। তার পরপরই ক্রিজে এসে ১৭ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান।

মুমিনুল একপ্রান্তে স্থির থেকে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন। ১৭২ বলে সেঞ্চুরি করে দলকে মধ্যাহ্ন বিরতিতে নিয়ে যান মুমিনুল। বাংলাদেশ ৬৬ ওভার শেষে ৬ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে। মুমিনুল ১৭৬ বলে ১০২ এবং মিরাজ ২৬ বলে ৯ রানে অপরাজিত আছেন।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250