শিরোনাম

জাতিসংঘে ড. ইউনূসের ভাষণের প্রশংসা করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে জোরালো বক্তব্য দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।

মঙ্গলবার (১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত ইউসুফ রামাদান এই প্রশংসা করেন। বৈঠকে দুই পক্ষের পারস্পরিক স্বার্থ, ফিলিস্তিনের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় চলমান গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আলোচনা হয়।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত জাতিসংঘে অধ্যাপক ইউনূসের বক্তব্যকে অত্যন্ত সময়োপযোগী হিসেবে উল্লেখ করে বলেন, এটি ফিলিস্তিন ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ স্পটলাইট সৃষ্টি করেছে।

তিনি আরও জানান, বাংলাদেশে শিক্ষিত প্রায় ৬০ জন ফিলিস্তিনি চিকিৎসক এখন গাজায় রোগীদের সেবা করছেন এবং আরও দুই শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য অপেক্ষা করছে।

এসময়, অধ্যাপক ইউনূস ফিলিস্তিন ও তার জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং আশা প্রকাশ করেন যে ফিলিস্তিনি জনগণ শিগগিরই তাদের স্বাধীন রাষ্ট্র অর্জন করবে।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250