শিরোনাম

হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে (৪২) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

শুক্রবার (৪ অক্টোবর) ভোরে ভাটারা থানার একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সিটিটিসি সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির ডিসি (মিডিয়া ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ইমতিয়াজের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে। এছাড়াও পল্লবী ও খিলগাঁও থানার আরও দুই মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে, এবং তাকে শিগগিরই আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।

  • usharbani
  • ঊষারবাণী
  •