শিরোনাম

আরও ৩ মামলায় গ্রেফতার দীপু মনি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি: সংগৃহীত

বাড্ডা থানার পৃথক দুটি মামলা এবং কাফরুল থানার একটি মামলায় দীপু মনিকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

এছাড়া, যাত্রাবাড়ি থানার মামলায় ডিবির সাবেক ডিসি মশিউরকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মশিউরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

  • usharbani
  • ঊষারবাণী
  • দীপু মনি
  •