শিরোনাম

লিবিয়ায় ‘বিপদগ্রস্ত’ ১৫৪ জন অভিবাসী আজ দেশে ফিরছেন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবার ত্রিপলীতে বিপদে পড়া ১৫৪ জন বাংলাদেশি অভিবাসী উদ্ধার করা হয়েছে। আইওএম-এর সহযোগিতায় তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করেছে দূতাবাস।

সোমবার লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব অভিবাসীদের ফেরত পাঠানো হয়। তারা আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তারা অভিবাসীদের সাথে সাক্ষাৎ করে বিদায় জানান।

ডিটেনশন সেন্টারে আটক এসব অভিবাসীদের মধ্যে অনেকেই অসুস্থ ছিলেন এবং তারা অপহরণ ও মানবপাচারের শিকার হয়েছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে লিবিয়ার ত্রিপলী ও বেনগাজী থেকে তিনশোরও বেশি অভিবাসীকে ফেরত পাঠানো হবে। গত বছরের জুলাই থেকে এ পর্যন্ত ২,৪৬৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এছাড়া আগামী ১৯ সেপ্টেম্বর ত্রিপলী এবং ৩০ সেপ্টেম্বর বেনগাজী থেকে আরও দুটি ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250