শিরোনাম

বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় বাংলাদেশের কৃষি খাতকে উন্নতি করতেই ডক্টর আলী আফজালের প্রস্তাবনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে

আজ (২৮ সেপ্টেম্বর) ২০২৪, বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মাল্টিপারপাস হল, কাকরাইলে এক বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়। সভার মূল প্রতিপাদ্য ছিল “বাংলার কৃষক বাঁচলে দেশ বাঁচবে”, যেখানে দেশের কৃষি খাতের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জনাব গোলাম রব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক হারুনুর রশিদ খান, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডঃ আলি আফজাল।

ডঃ আলি আফজাল তার বক্তব্যে বাংলাদেশের কৃষির গুরুত্ব এবং কৃষকদের ন্যায্য অধিকার ও সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই মূলনীতি অনুসরণ করেই আমাদের কৃষি খাতের উন্নয়ন ঘটাতে হবে।” তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষি খাতে সরকারি সহায়তা বাড়ানোর প্রস্তাব দেন।

প্রধান বক্তা হিসেবে ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান, সাধারণ সম্পাদক, শ্রমিক কল্যাণ ফেডারেশন। বক্তারা কৃষি খাতের উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অগ্রগতির ওপর জোর দেন।

এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষিজীবী, কৃষক ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এবং কৃষি খাতের সংকট নিরসনে কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।

  • usharbani
  • ঊষারবাণী
  • কৃষিজীবী শ্রমিক
  • ডক্টর আলী আফজাল
  •   local-nogod-300-x-250