শিরোনাম

২৫ জেলায় নতুন ডিসি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ফাইল ছবি

দেশের ২৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সোমবার (৯ সেপ্টেম্বর) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব হোসনা আফরোজা।

ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপসচিব মোহাম্মদ কামরুল হাসান মোল্যা ফরিদপুরের ডিসি হিসেবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি.কে.এম এনামুল করিম সিলেটের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরিদুর রহমানকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মুফিদুল আলমকে ময়মনসিংহের ডিসি এবং স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমানকে শেরপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যান্য নিয়োগপ্রাপ্তদের মধ্যে, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলাম কুষ্টিয়ার ডিসি, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল ঝিনাইদহের ডিসি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব অহিদুল ইসলাম মাগুরার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রবিউল ফয়সাল রংপুরের ডিসি এবং মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদ গাইবান্ধার ডিসি হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মফিজুল ইসলাম পাবনার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজা বগুড়ার ডিসি এবং বঙ্গবন্ধু হাইটেক সিটি-২ প্রকল্পের পরিচালক মো. সাইদুজ্জামান জয়পুরহাটের ডিসি হিসেবে নিযুক্ত হয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সালাহউদ্দিন কক্সবাজারের ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, উপসচিব ফরিদা খানম চট্টগ্রামের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন, খন্দকার ইসতিয়াক আহমেদ নোয়াখালীর ডিসি এবং মোহাম্মদ মোহসীন উদ্দিন চাঁদপুরের ডিসি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

গাজীপুরের ডিসি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফীন, কুমিল্লার ডিসি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব আমিরুল কায়সার, মৌলভীবাজারের ডিসি হিসেবে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন এবং খুলনার ডিসি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম নিয়োগ পেয়েছেন। গোপালগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব নিয়েছেন হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান।

  • usharbani
  • ঊষারবাণী
  • ডিসি
  •   local-nogod-300-x-250