শিরোনাম

আ.লীগ নিষিদ্ধ নয় রাজনীতি থেকে বিরত রাখতে রিট: হাসনাত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের বিষয়ে কোনো রিট করা হয়নি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে তারা উল্লেখ করেন, তারা দুটি রিট করেছেন। প্রথম রিটে দাবি করা হয়েছে, কেন আওয়ামী লীগের বিগত তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফেরত দেওয়া হবে না। দ্বিতীয় রিটে বলা হয়েছে, এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে রাজনৈতিক সব কার্যক্রম থেকে বিরত রাখা হবে না।

বিষয়টি স্পষ্ট করে তারা উল্লেখ করেন, দল হিসেবে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের বিষয়ে রিটে কোনো কথা বলা হয়নি।

এর আগে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের রিট করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

  • usharbani
  • আওয়ামী লীগ
  • সারজিস আলম
  • হাসনাত আব্দুল্লাহ
  •