শিরোনাম

ইসরাইলের ১২টি জাহাজে ইরানের হামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

ইসরাইলের তেল ট্যাংকারে হামলার জবাবে ইরান অন্তত এক ডজন ইসরাইলি জাহাজে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

শনিবার তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইআরজিসির খাতামুল আম্বিয়া সদরদপ্তর পরিদর্শন করতে গেলে জেনারেল সালামি তাকে এ বিষয়ে অবহিত করেন।

জেনারেল সালামি বলেন, ইসরাইলি বাহিনী আমাদের ১৪টি তেল ট্যাংকারে হামলা চালায়, যা আমাদের তেল রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করে। প্রাথমিকভাবে হামলাকারীদের পরিচয় বুঝতে না পারলেও, পরবর্তীতে ইসরাইলের সংশ্লিষ্টতা শনাক্ত করা হয়। জবাবে ইরান ইসরাইলের ১২টি জাহাজে পাল্টা আঘাত হানে।

তিনি আরও জানান, ইরান যখন ইসরাইলের পঞ্চম জাহাজে আঘাত করে, তখন ইসরাইল তাদের আক্রমণ বন্ধ করে এবং নৌ-সংঘর্ষের সমাপ্তি ঘটানোর সিদ্ধান্ত নেয়।

এছাড়া, তিনি উল্লেখ করেন যে, ২০১৯ সালে ব্রিটিশ সরকার জিব্রালটার প্রণালিতে ইরানের একটি তেল ট্যাংকার আটক করলে ইরান পাল্টা ব্রিটিশ স্টেনা ইম্পেরো জাহাজ আটক করে। ফলে ব্রিটিশ সরকার আত্মসমর্পণ করতে বাধ্য হয়। একইভাবে, ২০২২ সালে যুক্তরাষ্ট্র গ্রিসে ইরানের দুটি জাহাজ আটক করলে ইরানও তাদের দুটি জাহাজ আটক করে, যার ফলে যুক্তরাষ্ট্রও পিছু হটতে বাধ্য হয়।

সালামি বলেন, শত্রুরা আগ্রাসী হলে নমনীয়তা দেখালে তারা আরও আগ্রাসী হয়ে ওঠে। তবে পাল্টা পদক্ষেপ নিলে শত্রুরা পিছু হটতে বাধ্য হয়।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250