শিরোনাম

হিজবুল্লাহর ঘটনার পর যোগাযোগ ডিভাইস নিষিদ্ধ করেছে ইরানের গার্ড কোর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
লেবাননজুড়ে পেজার বিস্ফোরণে আহত একজনকে দেখতে তেহরানের এক হাসপাতালে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) তাদের সব সদস্যকে সব ধরনের যোগাযোগ ডিভাইস ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে। লেবাননে তাদের মিত্র হিজবুল্লাহর সদস্যদের পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনায় ৩৯ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হওয়ার পর এ নির্দেশ জারি করা হয়। রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের দুইজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এক কর্মকর্তা জানান, আইআরজিসি শুধু যোগাযোগ ডিভাইস নয়, সব ধরনের ডিভাইস পরীক্ষা করার জন্য একটি বড় অভিযান শুরু করেছে। আইআরজিসির অধিকাংশ ডিভাইস ইরানে তৈরি বা চীন এবং রাশিয়া থেকে আমদানি করা হয়েছে।

ইরান ইসরায়েলি অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন, বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দাদের দ্বারা পরিচালিত অনুপ্রবেশের বিষয়টি নিয়ে। এর ফলে তারা কর্মীদের উপর কঠোর তদন্ত শুরু করেছে। এতে আইআরজিসির মধ্যম ও উচ্চ পর্যায়ের সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন। তদন্তের অংশ হিসেবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, বিদেশে ভ্রমণের তথ্য এবং তাদের পরিবারের ভ্রমণের ইতিহাস খুঁটিয়ে দেখা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

রয়টার্সের এ বিষয়ে ইরানের পররাষ্ট্র, প্রতিরক্ষা বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলোতে তাদের পেজার ডিভাইসে সমন্বিত আক্রমণ চালানো হয়। পরদিন বুধবার তাদের ব্যবহৃত কয়েকশো ওয়াকিটকি বিস্ফোরিত হয়। এই দুই দিনে চালানো আক্রমণে ৩৯ জন নিহত এবং ৩ হাজারেরও বেশি মানুষ আহত হন। লেবানন এবং হিজবুল্লাহ এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করলেও, ইসরায়েল এ হামলাগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেনি।

  • usharbani
  • ইরান
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250