শিরোনাম

সব অপরাধীদের বিচার হবে, শপথ নিয়েই ড. ইউনূস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

গণতন্ত্র পুনরুদ্ধারে অঙ্গীকার: ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (০৮ আগস্ট) বঙ্গভবনে শপথ গ্রহণের পর দেশের সকল প্রতিষ্ঠানকে তাদের হারানো গৌরব ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, কথিত স্বৈরাচারী সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল, তবে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে।

ড. ইউনূস উল্লেখ করেন, যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তিরা সরকারের অপব্যবহারের শিকার হয়ে অপরাধ সংঘটিত করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তিনি বলেন, এই উদ্যোগ সব মন্ত্রণালয়, সংস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেখানে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে।

তিনি দেশের সকল নাগরিককে আশ্বস্ত করে বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা এখন তাদের কর্তব্য পালনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করতে পারবেন। তাদের কাজের মাধ্যমে দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি এবং জাতির পক্ষ থেকে সবাইকে নিজের কর্মস্থলে ফিরে আসার অনুরোধ করেন।

ড. ইউনূস আরও বলেন, দেশের মানুষের স্বাধীনতা ও নির্ভয় জীবনযাপনের জন্য ছাত্ররা তাদের জীবন উৎসর্গ করেছে। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার সব মানুষের সরকার, যেখানে সবার আকাঙ্ক্ষা পূরণের অধিকার থাকবে। তিনি সতর্ক করে বলেন, অরাজকতা ছড়ানোর যে কোনো প্রচেষ্টা ছাত্র-জনতাসহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ করে দেবে।

তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের অবসানের মাধ্যমে দেশে গণতন্ত্রের সুবিচার, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সবার স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।