অর্থপাচারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে দুদক।
এদিকে, মালয়েশিয়ার শ্রমবাজারে জড়িয়ে রমরমা ব্যবসার অভিযোগ উঠেছে কয়েকজন সংসদ সদস্য ও তাদের পরিবারের বিরুদ্ধে। এদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, তার স্ত্রী কাশমিরী, এবং মেয়ে নাফিসা কামাল উল্লেখযোগ্য।
তাছাড়া, ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী এবং ঢাকা-২০ আসনের এমপি বেনজীর আহমেদের বিরুদ্ধেও এই অভিযোগ রয়েছে।
এই অভিযোগগুলো অনুসন্ধানের জন্য দুদক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।