শিরোনাম

সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

হাইকোর্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে একটি রুল জারি করেছে। সোমবার (১৯ আগস্ট) দুপুরে এই রুল জারি করা হয়।

২০১১ সালের ৩০ জুন পাস হওয়া সংবিধান আইন-২০১১ (পঞ্চদশ সংশোধনী) তিন দিন পর রাষ্ট্রপতির অনুমোদন পায়। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা পুনঃস্থাপন করা হয়, এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি যুক্ত করা হয়।

এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। এই সংশোধনী ৭ অনুচ্ছেদের পর ৭ (ক) ও ৭ (খ) অনুচ্ছেদ সংযোজন করে রাষ্ট্রীয় ক্ষমতার অবৈধ দখল রোধ করে।

সংবিধান সংশোধনীর পক্ষে প্রস্তাব উত্থাপন করেন তখনকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। বিরোধী দল বিএনপির বর্জনের মধ্য দিয়ে বিলটি ২৯১-১ ভোটে পাস হয়।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •