রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিন জমে উঠেছে। ২৩ রানে ১ উইকেট হারানো পাকিস্তান পঞ্চম দিনের প্রথম সেশনেই হারিয়েছে ৫ উইকেট। হাসান মাহমুদ ও নাহিদ রানার পর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হেনেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের দুই উইকেটের পর মেহেদী মিরাজও পেয়েছেন একটি উইকেট।
প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নেয়া বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে কত রান করতে হবে, সেটি এখনো নিশ্চিত নয়। পাকিস্তানের ব্যাটারদের মধ্যে বেশিরভাগই শান্তর দলের জন্য বড় টার্গেট সেট করার সম্ভাবনা কম দেখাচ্ছে।
ইনিংসের ২৬ ও ৩২তম ওভারের শেষ বলে দুজনকে সাজঘরে ফেরান সাকিব। শূন্য রানে লিটনের হাতে ক্যাচ তুলে দেন সউদ শাকিল। অপরদিকে, ওপেনার আব্দুল্লাহ শফিককে সাদমানের ক্যাচে পরিণত করেন সাকিব। সাকিবের জোড়া আঘাতের পর পাকিস্তানের টপ অর্ডার ভেঙে পড়ে এবং তাদের দলীয় স্কোর দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ১০৪ রান।
সাকিবের জোড়া আঘাতের পর মেহেদী মিরাজ আগা সালমানকে শূন্য রানে ফিরিয়ে দেন। প্রথম সেশনে ২৬ ওভার খেলা হয়েছে। শেষ দিনে স্কোরবোর্ডে ৮৫ রান যোগ করতে স্বাগতিকরা হারিয়েছে ৫ উইকেট।