পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শিগগিরই শুরু হবে—এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, সাবেক সেনা সদস্য হিসেবে তিনি নিজেও বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার চান। বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এদিন, উপদেষ্টা তার দফতরে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সাথে সাক্ষাৎ করেন।