৮ জুন ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তবে এর আগেই বড় দুঃসংবাদ পেয়েছে দলটি। ইনজুরির কারণে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। মঙ্গলবার শরিফুলের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে আঘাত পান শরিফুল ইসলাম। যার ফলে তার হাতে ৬ সেলাই পড়েছে। এই ইনজুরির কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন না শরিফুল। শরিফুলের ইনজুরিতে পড়ায় বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টে চিন্তা বেড়েছে। পুরো টুর্নামেন্টেই যদি তিনি সুস্থ হয়ে উঠতে না পারেন, তাহলে হাসান মাহমুদকে ১৫ জনের স্কোয়াডে যুক্ত করা হতে পারে।
শরিফুল গত কয়েক বছরে বাংলাদেশের অন্যতম সেরা পেসার হিসেবে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে পাওয়ারপ্লেতে উইকেট তুলে নেওয়ার জন্য অধিনায়ক তার দ্বারস্থ হন। তবে ইনজুরির কারণে তার মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে শঙ্কা রয়েছে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীও শরিফুলের মাঠে ফেরা নিয়ে কোনো পরিষ্কার উত্তর দিতে পারেননি। তবে এরই মধ্যে ৩ জুন ডালাসে বোলিং অনুশীলন করেছেন চলতি বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ দল।
অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ পুরস্কার ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের জন্য মোট ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সংস্থাটি, যা বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি টাকার বেশি। শিরোপা জয়ী দল পাবে ২৪ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ২৯ কোটি টাকা।
আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সব স্তরেই পুরস্কার মূল্য বৃদ্ধি করা হয়েছে। ২০ দল এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করছে। শেষ আটটি দল পাবে ২ লাখ ২৫ হাজার ডলার করে। নবম থেকে ১২তম স্থানের মধ্যে শেষ করা দলগুলো পাবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার।
পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা দলগুলো পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার। আর সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের জন্য রয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য রয়েছে আরও আর্থিক পুরস্কার। প্রতিটি ম্যাচ জেতার জন্য ৩১ হাজার ১৫৪ ডলার করে পুরস্কার দেয়া হচ্ছে দলগুলোকে।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস এক বিবৃতিতে জানান, ‘বিভিন্ন কারণে এটা ঐতিহাসিক বিশ্বকাপ, তাই খেলোয়াড়দের পুরস্কারেরও যেন এর প্রতিফলন থাকে। তারা আশা করছেন, বিশ্বব্যাপী কোটি কোটি দর্শক খেলা উপভোগ করবে।’