বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বুধবার দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা জানান, বিদ্যুতের ঘাটতি কাটিয়ে ওঠার জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে। এ লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি ও কয়লা আমদানি করা হচ্ছে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, ১৪ সেপ্টেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে শহীদ পরিবারসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতি থাকবে এবং বিদেশি অতিথিরাও অংশগ্রহণ করবেন। তথ্য উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করবেন বলেও তিনি উল্লেখ করেন।