গোপালগঞ্জে হামলায় নিহত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম শ্রেণির আম্পায়ার শওকত আলী দিদার। ১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে জেলা সদরের ঘোনাপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় তার মৃত্যু হয়। দিদার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন।
দিদারের মৃত্যুতে বিসিবি শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, প্রথম শ্রেণির আম্পায়ার শওকত আলী দিদারের মৃত্যুতে বিসিবি গভীর শোক প্রকাশ করছে। শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিসও দিদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, “প্রথম শ্রেণির আম্পায়ার শওকত আলী দিদারের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।”
তিনি আরও উল্লেখ করেছেন, ৪৩ বছর বয়সী এই অভিজ্ঞ আম্পায়ার দুই দশক ধরে বিসিবির বিভিন্ন প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেছেন। শুক্রবার তিনি মৃত্যুবরণ করেছেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।