শিরোনাম

ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র উপদেষ্টা পরিষদের সভাপতি এবং বিশিষ্ট লেখক শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে তেজগাঁও থানা পুলিশ গ্রেফতার করে।

তেজগাঁও থানার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শাহরিয়ার কবির একজন প্রখ্যাত লেখক। শিশু সাহিত্যিক হিসেবে তার পরিচিতি বিশেষভাবে উল্লেখযোগ্য হলেও, তিনি মানবাধিকার, সাম্যবাদ, মৌলবাদ, ইতিহাস এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ৭০টিরও বেশি বই রচনা করেছেন। ১৯৯৫ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

শাহরিয়ার কবির ১৯৯২ সালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে যুক্ত হন এবং ১৯৯৪ সালে জাহানারা ইমামের মৃত্যুর পর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

  • usharbani
  • ঊষারবাণী
  •