শিরোনাম

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অতিশি মারলেনা। আম আদমি পার্টির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কেজরিওয়াল পদত্যাগের আগে দলের নেতাদের কাছ থেকে নতুন মুখ্যমন্ত্রী মনোনয়নের ক্ষমতা পান এবং তিনি ৪৩ বছর বয়সী অতিশির নাম প্রস্তাব করেন।

অতিশি এর আগে কেজরিওয়ালের মন্ত্রিসভায় শিক্ষা, গণপূর্ত, বিদ্যুৎ, রাজস্ব, পরিকল্পনা, অর্থ, পরিষেবা, ভিজিলেন্স, পানি ও জনসংযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ২০২০ সালে অতিশি প্রথমবারের মতো কালকাজি নির্বাচনী এলাকা থেকে বিধায়ক নির্বাচিত হন। ২০২৩ সালের মার্চে মনীশ সিসোদিয়া গ্রেফতার হওয়ার পর তিনি মন্ত্রীর দায়িত্ব পান।

  • usharbani
  • ঊষারবাণী
  •