সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দুর্দশা যেন কাটছেই না। হত্যা মামলা ও ইনজুরি বিতর্কের পর এবার শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে বড় শাস্তির সম্মুখীন হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে।
“মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিএসইসির ৯২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিএসইসি”।