শিরোনাম

বৃষ্টি কমবে কবে জানালো আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

বায়ুস্তরের ওপরে সৃষ্ট ঘূর্ণিবাতাসের কারণে বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে লঘুচাপের সম্ভাবনা দেখা দিয়েছে, যার ফলে আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) এবং আগামীকাল শুক্রবার (৪ অক্টোবর) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বায়ুস্তরের ওপর ঘূর্ণিবাতাস থাকার কারণে এই বৃষ্টি হচ্ছে। ভূপৃষ্ঠে এখনো ঘূর্ণিবাতাস সৃষ্টি না হলেও, এটি ধীরে ধীরে লঘুচাপে পরিণত হতে পারে। বর্তমানে এই ঘূর্ণিবাতাস দেশের মধ্যাঞ্চল, বিশেষ করে ঢাকা ও ফরিদপুর এলাকায় বিরাজ করছে এবং এটি পশ্চিম দিকে, কুষ্টিয়া ও রাজশাহীর দিকে সরে যেতে পারে।

তিনি আরও জানান, আজ ও আগামীকাল বৃষ্টি থাকতে পারে, তবে শনিবার থেকে কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, আজ উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর ও রাজশাহীতে কম বৃষ্টি হতে পারে, তবে অন্য বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে। উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঢাকায় বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, ১২০ মিলিমিটার। কক্সবাজারে ১১৪ এবং নোয়াখালীর মাইজদীতে ১০৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

  • usharbani
  • ঊষারবাণী
  •