শিরোনাম

ভারত-বাংলাদেশ ম্যাচ, কি বলছে পরিসংখ্যান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
Usharbani-BAN-INA

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। গোয়ালিয়রে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার কমতি নেই। অনেকেই আলোচনা করছেন, বাংলাদেশের পারফরম্যান্স কেমন হতে পারে। তবে তার আগে ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি পরিসংখ্যানটা দেখে নেওয়া যাক।

পরিসংখ্যানের দিকে তাকালে বাংলাদেশি সমর্থকদের কিছুটা অস্বস্তি হতে পারে। কারণ, টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত-বাংলাদেশের ১৪ দেখায় বাংলাদেশ জয় পেয়েছে কেবল একবার। বাকি ১৩ ম্যাচেই জয়ী হয়েছে ভারত।

তবে একমাত্র জয়টি ভারতের মাটিতেই এসেছিল। ২০১৯ সালে দিল্লিতে বাংলাদেশ ৭ উইকেটের বড় ব্যবধানে ভারতকে হারিয়েছিল। সেই স্মৃতি নিয়ে আজ গোয়ালিয়রে নামবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। যদিও বেশ কিছু ম্যাচে জয় থেকে একেবারে কাছাকাছি গিয়ে হেরেছে বাংলাদেশ, যা পরিসংখ্যানটা আরও ভালো করতে পারত।

২০১৬ সালে ব্যাঙ্গালুরুতে মাত্র ১ রানে হারানো সেই ম্যাচ আজও পোড়ায় বাংলাদেশকে। নিদাহাস ট্রফির ফাইনালেও ভারতকে হারানোর সুযোগ ছিল, কিন্তু শেষ বলে দিনেশ কার্তিকের ছক্কায় হাতছাড়া হয় জয়। এছাড়া অ্যাডিলেডেও ভারতের বিপক্ষে জয় পাওয়ার সুযোগ ছিল, কিন্তু ৫ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

পূর্বের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এবার ভারতকে হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। ভারতের বর্তমান দলটি তুলনামূলক অনভিজ্ঞ, যা বাংলাদেশের জন্য একটি সুযোগ হতে পারে। এখন দেখার পালা, গোয়ালিয়রে কেমন পারফরম্যান্স করে বাংলাদেশ।

  • usharbani
  • ঊষারবাণী
  • বাংলাদেশ ক্রিকেট
  • ভারত
  •