টেস্টের পর এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও বিদায় নিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষেই এই সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানাবেন তিনি।
এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ে সফরে ক্যারিয়ারের সেরা ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলে টেস্ট থেকে অবসর নেন। চার বছর পর এবার টি-টোয়েন্টি ছাড়ার সিদ্ধান্ত নিলেন। তবে এখনও কিছু সময় ওয়ানডে ক্রিকেট খেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, অনেকেই মনে করছেন যে রিয়াদ শীঘ্রই ওয়ানডে ফরম্যাট থেকেও অবসরের ঘোষণা দিতে পারেন। তবে মঙ্গলবার দিল্লিতে টি-টোয়েন্টি থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণার সময় তিনি জানান, আপাতত ওয়ানডে থেকে অবসর নেবেন না এবং এই ফরম্যাটে আরও মনোযোগী হতে চান।
টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তে তাড়াহুড়ো করেছিলেন, তাই সবার সাথে আলোচনা করতে পারেননি। কিন্তু এবার তিনি সকলের সাথে কথা বলেই টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, যা নিজে স্বীকার করেছেন। তিনি বলেন, আমি বোর্ড সভাপতি ও নির্বাচকদের সঙ্গে আলোচনা করেছি।
বাংলাদেশ আজ সন্ধ্যায় ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তার আগে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে রিয়াদ বলেন, “আজ যখন প্র্যাকটিস করছিলাম, তখন থেকেই এই বিষয়ে চিন্তা করছিলাম। পরিবারের সাথেও কথা বলেছিলাম। তারা মনে করছিল যে, এটা সঠিক সময় নয়, কিন্তু আমি মনে করেছি, এটাই সঠিক সময়। তাদের বোঝানোর চেষ্টা করেছি এবং তারা বুঝতে পেরেছে। এরপর নির্বাচক ও বোর্ড সভাপতির সাথে আলোচনা করেছি, কোচ ও অধিনায়কের সাথেও কথা বলেছি। সবাই আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।”