ঘূর্ণিঝড় ‘ডানা’ আসন্ন হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ৯টি জেলায় ৪ দিনের জন্য স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, সম্ভাব্য প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।
রাজ্যের স্কুল শিক্ষা দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হবে।”
স্কুল বন্ধের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী। তিনি বলেন, “এই সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনায় একেবারেই যথার্থ। সরকারি-বেসরকারি সব স্কুলের ক্ষেত্রে এই সতর্কতা নেওয়া উচিত।”
ভারতীয় আবহাওয়া অধিদফতরের (আইএমডি) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবারের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডানা’ তৈরি হবে। বৃহস্পতিবার সকালে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে পুরী ও সাগরদ্বীপের মধ্য দিয়ে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে। এসময় ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।