শিরোনাম

ছাত্রলীগের বিবৃতি প্রচার নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।

২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ধারা ১৮(১)-এর আওতায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একইসঙ্গে ছাত্রলীগের যেকোনো বিবৃতি প্রকাশও নিষিদ্ধ করা হয়েছে। আইন অনুযায়ী, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (১৬ নং আইন)-এর ২০(১)-এর অধীনে নিষিদ্ধ সংগঠন বা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বিশেষত, ২০(১)-এর ঙ ধারায় উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধ সংগঠন বা ব্যক্তির প্রেস বিবৃতি, প্রকাশনা, মুদ্রণ এবং প্রচারণা নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের রয়েছে।

আইনের ২০(১) ধারায় আরও বলা হয়েছে, কোনো সংগঠন বা ব্যক্তিকে যদি ধারা ১৮-এর অধীনে তালিকাভুক্ত করা হয় বা নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে সরকার প্রযোজ্য ক্ষেত্রে আইন অনুযায়ী অন্যান্য পদক্ষেপের পাশাপাশি এই নিষেধাজ্ঞা কার্যকর করবে।

  • usharbani
  • ঊষারবাণী
  • ছাত্রলীগ
  •