শিরোনাম

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে আটক ৪৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ঢাকার মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ও ডাকাতির অভিযোগে সন্দেহভাজন ৪৫ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

শনিবার রাত ১২টার দিকে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বেড়িবাঁধ, রায়ের বাজার, মোহাম্মদী হাউজিং সোসাইটিসহ আশপাশের এলাকায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে, যার অধিকাংশই কিশোর।’

‘সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে নিরপরাধদের ছেড়ে দেওয়া হবে,’ বলেন তিনি।

সম্প্রতি মোহাম্মদপুরে ছিনতাই ও ডাকাতির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই নতুন ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এলাকাটি সন্ত্রাসমুক্ত করার দাবিতে স্থানীয়রা শনিবার বিকেলে মোহাম্মদপুর থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং পুলিশকে তিন দিনের সময়সীমা বেঁধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এরপর সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ও সেনাবাহিনী অভিযান শুরু করে এবং ছয় ঘণ্টার মধ্যে ৪৫ জনকে আটক করা হয়।

হাফিজুর রহমান বলেন, ‘বিকেলে শিক্ষার্থী ও এলাকাবাসী থানার সামনে বিক্ষোভ করেছেন। আমরা তাদের আশ্বস্ত করেছি যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে।’

  • usharbani
  • মোহাম্মদপুর
  •