জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক দুই দিনের সফরে ঢাকায় এসেছেন।
সোমবার (২৮ অক্টোবর) রাতে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর টুর্কের এই সফরটি বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরে মানবাধিকার, নিরাপত্তা এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। মানবাধিকার বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্তের বিষয়টি এজেন্ডায় রয়েছে। নিরাপত্তা এবং নির্বাচনি সংস্কার বিষয়ে জাতিসংঘের সহযোগিতা চায় অন্তর্বর্তীকালীন সরকার, এবং জাতিসংঘও এই সহযোগিতায় আগ্রহী। তবে সহযোগিতার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা টুর্কের সফরে নির্ধারিত হবে।
জাতিসংঘের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফলকার টুর্ক ২৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ঢাকায় থাকবেন। সফরে তিনি উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
এ সময়ে তিনি সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাবাহিনী প্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
টুর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন এবং সাম্প্রতিক প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও, তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং ঢাকায় অবস্থানরত কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।