যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করছেন। সম্প্রতি কমলা ট্রাম্পকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন, আর এবার ট্রাম্প পাল্টা অভিযোগ করে কমলাকে ফ্যাসিস্ট বলে মন্তব্য করেছেন।
সোমবার জর্জিয়ায় এক নির্বাচনি সমাবেশে এই মন্তব্য করেন ট্রাম্প, এমন তথ্য জানিয়েছে সিএনএন। তিনি বলেন, “আমাকে নাৎসি বলা হয়েছে, অথচ আমি তার ঠিক বিপরীত।”
জর্জিয়ার প্রচারে ট্রাম্প বলেন, “কমলা হ্যারিস নতুন এক শব্দ খুঁজে পেয়েছেন। কেউ তাকে সমর্থন না করলেই তিনি সেই ব্যক্তিকে নাৎসি বলে দাগিয়ে দেন।” তবে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, কমলা হ্যারিস সরাসরি কাউকে নাৎসি বলে অভিহিত করেননি।
পেনসিলভানিয়ার ডেলাওয়ার কাউন্টির এক অনুষ্ঠানে হ্যারিস ট্রাম্পকে ফ্যাসিস্ট হিসেবে মন্তব্য করেন। সেখানে সিএনএন তাকে প্রশ্ন করে, তিনি কি মনে করেন ট্রাম্প ফ্যাসিস্ট? উত্তরে হ্যারিস বলেন, “হ্যাঁ, আমি মনে করি ট্রাম্প একজন ফ্যাসিস্ট। যারা তাকে ভালোমতো চেনেন, তারাও এ বিষয়ে একমত হওয়া উচিত।”
এরপর, সোমবারের প্রচারণায় ট্রাম্প পাল্টা বলেন, “আমি নাৎসি নই; বরং আমি তার বিরোধী। কিন্তু কমলা হ্যারিস নিজেই একজন নাৎসি।”
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের শেষ মুহূর্তে এসে হ্যারিস ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ বাড়িয়েছেন এবং দাবি করেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। এরই মাঝে, ট্রাম্পও তার প্রতিপক্ষকে কঠোর ভাষায় আক্রমণ করেই যাচ্ছেন।