এক ম্যাচ আগেই এল-ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে পরাজিত করেছিল বার্সেলোনা। এবার কাতালান ডার্বিতে এস্পানিওলকে হারিয়ে দিয়েছে তারা। লা লিগায় হ্যান্সি ফ্লিকের দল ৩-১ ব্যবধানে জয় তুলে নেওয়ায় টেবিলে দুই নম্বরে থাকা রিয়ালের সঙ্গে বার্সার পয়েন্ট ব্যবধান বেড়ে ৭ এ দাঁড়িয়েছে।
হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সার শক্তিমত্তা বোঝা যায় সাম্প্রতিক ৬ ম্যাচের গোলের পরিসংখ্যানে। সব প্রতিযোগিতায় শেষ ছয় ম্যাচে বার্সা প্রতিবারই অন্তত ৩ গোল করে জয় পেয়েছে। তবে এস্পানিওলের দুর্ভাগ্যের কারণ ছিল ভিএআর। দুবার বল জালে জড়ালেও, ভিএআরে গোল বাতিল হওয়ায় ফলাফল ভিন্ন হতে পারত।
ম্যাচের শুরু থেকেই বার্সা আক্রমণে চেপে ধরে এস্পানিওলকে। প্রথম ১০ মিনিট রক্ষণ সামলাতে পারলেও, ১২ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে যায় বার্সা। ২৩ মিনিটে রাফিনিয়া দ্বিতীয় গোল করেন।
এরপর ২৭ মিনিটে এস্পানিওল একটি গোল শোধ দিলেও ভিএআরের কারণে তা বাতিল হয়ে যায় অফসাইডের জন্য। ৩১ মিনিটে ওলমো নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে ৩-০ করেন। প্রথমার্ধ শেষ হয় এই ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে এস্পানিওলের আরেকটি গোল ভিএআরে বাতিল হয়। তবে ৬৩ মিনিটে পুজাভি পুয়াদোর গোলের মাধ্যমে এস্পানিওল ব্যবধান কমায়। এরপর আর কোনো গোল না হলে বার্সা ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।