মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের রাজ্য ভার্মন্টে ভোটগ্রহণ শুরু হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যগুলোতেও ভোটগ্রহণ শুরু হবে।
মার্কিন নির্বাচনী প্রক্রিয়ায় নাগরিকরা সরাসরি ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করেন না। নাগরিকদের ভোট ৫৩৮টি নির্বাচক (ইলেক্টোরাল) ভোটের মধ্যে ভাগ হয়ে যায়, যা নির্ধারণ করে কে প্রেসিডেন্ট হবেন। যে প্রার্থী জনগণের ভোটে জয়ী হন, সেই প্রার্থীকে প্রতিটি রাজ্যের ইলেক্টোরাল কলেজের ভোট দেওয়া হয়। বড় রাজ্যগুলোর জন্য ইলেক্টোরাল কলেজের ভোট বেশি থাকে, কারণ সেসব রাজ্যে কংগ্রেসের প্রতিনিধি সংখ্যাও বেশি।
এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাদের মধ্যে অন্তত ২৭০টি গুরুত্বপূর্ণ ইলেক্টোরাল ভোট পেতে প্রতিযোগিতা হবে, যা প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজন।
তবে এবারের নির্বাচনের ফলাফল প্রকাশে দেরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভোট গণনা নিয়ে আইনি চ্যালেঞ্জের মতো জটিলতাও দেখা দিতে পারে।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে প্রায় ৮ কোটি ১০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।