শিরোনাম

প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন তিনজন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা হলেন- খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান এবং প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। এদেরকে তিনটি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়েছে। রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তাদেরকে উপদেষ্টাদের সহায়তা প্রদানের জন্য যথাক্রমে- ১. স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ২. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ৩. শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।

এছাড়া, বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং অন্যান্য সুবিধা পাবেন।

  • usharbani
  • উপদেষ্টা পরিষদ
  • ঊষারবাণী
  •